জিজ্ঞাসা

সচরাচর জিজ্ঞাসা সমূহ

বইপাঠক দেশের প্রথম ডিজিটাল লাইব্রেরি। যেখানে একজন সদস্য বাসায় বসেই অনলাইনে বই ধার নিতে পারেন।

বইপাঠকে একজন নিবন্ধিত সদস্য বইপাঠক অ্যাপ বা ওয়েবসাইট এ লগইন করে পছন্দের বই ধার নিতে পারবেন। ধারকৃত বই পাঠকের ঠিকানায় পৌছে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পর বই ফেরত নেওয়া হয়।

বইপাঠকে নিবন্ধন ফী ছয় মাসের জন্য ৮৫০ টাকা, এক বছরের জন্য ১৫০০ টাকা। সদস্য হতে বইপাঠকে নিবন্ধন করুন

একজন সদস্য বিনামূল্যে যত খুশি ততবার বই ধার নিতে পারবেন। তবে ডেলিভারি খরচ ৭৫ টাকা পাঠককে বহন করতে হবে। বই ফেরতে খরচ নেই, এটি বইপাঠক কতৃপক্ষ বহন করবে।